জসিম তালুকদার (চট্টগ্রাম)প্রতিনিধি: দেশে মহামারী কোভিড ভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশে চলছে লগডাউন।
আর চট্টগ্রাম বাঁশখালী উপজেলায় বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যাও বেড়েছে এবং চেম্পল কালেকশনের স্যংখ্যাও, পাশাপাশি বাড়তেছে করোনা পজেটিভের সংখ্যা! গ্রাম – গঞ্জে মানুষের সামান্য সর্দি- কাশি জ্বর, হলে ও সন্দেহের তীর করোনার দিকে! তাই প্রতিদিন করোনার চেম্পল দেওয়ার জন্য রুগীরা হাসপাতালে লাইন ভীড় জমায়েত। উপজেলা হাসপাতালের ল্যাব সহকারী মামুনুর রশিদ বলেন, গড়ে প্রতিদিন ৩০- ৫০ জন রুগীর চেম্পল কালেকশন করে শহরে পাঠানো হয় এবং পরে করোনার রির্পোট অনলাইনের মাধ্যমে অফিসে জমা হয়।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা.শফিউর রহমান মজুমদার বলেন, হাসপাতালে রুগীর করোনা সেম্পল কালেকশন করা হচ্ছে। গত এক সপ্তাহে প্রথমে ৮ জন ও পরে ৫ জনের পজেটিভ রিপোর্ট এসেছে। তারা বাসায় চিকিৎসাধীন রয়েছে বলে তিনি জানান। বাঁশখালীতে কোভিড রুগীর সংখ্যা বাড়তে শুরু করেছেন এমতা অবস্থায় আরো বেশি সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। সামাজিক দুরত্ব বজায় রেখে চলার অনুরোধ জানান।