জসিম তালুকদার,চট্টগ্রাম প্রতিনিধি: আজ (১৯ মে) চাঁনপুরঘাট এল এস ডি বাঁশখালী উপজেলাতে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান-২০২১ এর শুভ উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শুভ উদ্ভোদন করেন বাঁশখালী উপজেলার নির্বাহী অফিসার জনাব সাইদুজ্জামান চৌধুরী।
প্রধান অতিথি বলেন, এ বছর বাঁশখালীতে ৮৭০ মেট্রিকটন ধান ও ৩৯৫ মেট্রিকটন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৭ টাকা এবং চালের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৯ টাকা। বাঁশখালীর ৭৯৫ জন নিবন্ধিত কৃষক আগামী ১৬ আগস্ট ২০২১ পর্যন্ত আগে আসলে আগে পাবেন ভিত্তিতে সরকারি গুদামে ধান ও চাল বিক্রি করতে পারবেন।
এবং বাঁশখালী ১ নং পুকুরিয়া ইউনিয়নের নাটমূড়া এলাকায় মুজিববর্ষ উপলক্ষে গৃহহীন ও ভূমিহীন পরিবারের পুর্নবাসনের জন্য নির্মাণাধীন ঘরের কার্যক্রম পরিদর্শন করেন তিনি।