জসিম তালুকদার (চট্টগ্রাম) প্রতিনিধি: লকডাউন কার্যকর ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা প্রশাসন কর্তৃক পুলিশ ও সেনা বাহিনীর সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার জনাব সাইদুজ্জামান চৌধুরী।
তিনি গতকাল ১ জুলাই ২০২১ সালে সংক্রামক রোগ(প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন- ২০১৮ এর আওতায় ৩৬ টি মামলা দায়ের করে ১২১০০/- জরিমানা আদায় করেন।
বাঁশখালী উপজেলা টইটং রাস্তার মাথা থেকে শুরু করে পুকুরিয়া পর্ষন্ত বিভিন্ন স্থানে পুলিশ, বিজিবি, সেনা বাহিনী ও আনসার ব্যাটেলিয়ান টহল রত ছিলেন।
এ সময়ে বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার গুনাহগারী রাস্তার মোড়ে জনসাধারণকে সচেতন করতে দেখা যায়। এবং তিনি বাঁশখালী পৌরসদরে বিভিন্ন সড়ক ঘুরে দেখেন।
বাঁশখালী উপজেলায় করোনা মহামারীতে সরকারের কঠোর লকডাউনের নির্দেশনা বাস্তবায়নে বাঁশখালী থানা পুলিশের কার্যক্রমও সুন্দর ভাবে পরিচালনা করতে দেখা যায়।