জসিম তালুকদার (চট্টগ্রাম): চটগ্রাম বাঁশখালী উপজেলার পৌরসভাস্হ মনছুরিয়া বাজারের উত্তরে এবং তালুকদার মার্কেটের দক্ষিণে কাদিরাবর বাড়ীর পাশে প্রধান সড়কে অবস্থানরত পাইপ লাইনের কাজে ব্যবহৃত গাড়ীর সাথে সিএনজির ধাক্কায় ১জন নিহত, অাহত হয়েছেন অন্তত ৩ জন।
নিহতের বাড়ি পশ্চিম চাম্বল জয়নগর পাড়ার নজুমিয়ার পুত্র মাছ ব্যবসায়ী মোঃ বাদশা মিয়া (৫২)।
আহতরা হলেন কক্সবাজার চকরিয়া উপজেলার বদরখালী এলাকার মোঃ বেলাল, আবু তাহের, মোঃ শাহজাহান।
ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার (২৮জুন) রাত আনুমানিক ১১ টা ৪০ মিনিটে।
স্থানীয়দের মতে, পৌরসভার ৯ নং ওয়ার্ড দক্ষিণ জলদি রংগিয়াঘোনা মনছুরিয়া বাজারের উত্তরে এবং তালুকদার মার্কেটের দক্ষিণে কাদিরা’বর বাড়ীর সংলগ্ন পাইপ লাইনের মালামাল রাখার জায়গায় প্রধান সড়কেই পাইপ লাইনের কাজে নিয়োজিত বন্ধ করে রাখা গাড়ি’র সাথে উত্তর দিক থেকে চলে আসা সিএনজিটি পাইপ লাইনের কাজে ব্যবহৃত গাড়ীর সাথে ধাক্কা লাগে। এতে সিএনজি ধুমড়ে মুচড়ে যায়।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব শফিউল কবির জানান, ঘটনার সংবাদ শুনে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে ।
এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ৪ জনকে ঘটনাস্থল থেকে স্থানীয়রা বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে একজন নিহতের খবর পাওয়া যায়। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩ জন।