এস এম সালমান হৃদয়, পীরগাছা(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, নেপালতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা টি এম মুসা পেস্তা বলেছেন, বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পর জাতীয় চারনেতাকে হত্যার মধ্য দিয়ে প্রমাণিত হয় কোনো ব্যক্তিগত হত্যাকান্ড নয়, বাঙালিকে নেতৃত্বশূন্য করে স্বাধীন বাংলাদেশকে আবার নব্য পাকিস্তানে রূপান্তর করাই ছিলো স্বাধীনতা বিরোধী ঘাতক চক্রের মূল লক্ষ্য। তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে দেশি ও আন্তর্জাতিক চক্র যে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়, তারই ধারাবাহিকতায় ৩ রা নভেম্বর জাতীয় চারনেতাকে হত্যা করা হয়। বঙ্গবন্ধুর অবর্তমানে তাঁর নির্দেশিত পথে মুক্তিযুদ্ধ পরিচালনা করে জাতীয় চারনেতা যে অসামান্য অবদান রেখে গেছেন সেই অবদান কোনোদিন ভোলার নয়।
৩ নভেম্বর ২০২০ মঙ্গলবার বগুড়া গাবতলী উপজেলার নবগঠিত সুখানপুকুর ইউনিয়নে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্দ্যোগে সুখানপুকুর রেললাইন চত্বরে গাবতলী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি,উপজেলা পুলিশিং কমিটির সভাপতি ও সুখানপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুুতি কমিটির আহবায়ক বাবু ধন্য গোপন সিংহ সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, নেপালতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নেপালতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম লতিফুল বারী মিন্টু, গাবতলী উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, সোনারায় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, সুখানপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুুতি কমিটির যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রাঙ্গা, জেলা যুব লীগনেতাও গাবতলী উপজেলা যুব লীগের প্রচার সম্পাদক রাসেল মিয়া, সুখানপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি প্রার্থী, মোস্তাফিজার রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিহ্মক বাবু শরৎ চন্দ্র রায়, নেপালতলী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও বতর্মান ইউপি সদস্য নুরুল ইসলাম উজ্জ্বল, আমজাদ হোসেন, আওয়ামী লীগের নেতা মহিদুল ইসলাম, শিহ্মক বিমল চন্দ্র রায়, বিপুল চন্দ্র রায়, নেপালতলী ইউনিয়ন যুব লীগের সাধারণ সম্পাদক পলাশ চন্দ্র রায়, সুখানপুকুর ইউনিয়ন স্বেচ্ছা সেবক লীগের সভাপতি আশরাফুল ইসলাম সোহাগ,সহ-সভাপতি কাজল রায় সাধারণ সম্পাদক সেলিম রহমান, সাংগঠনিক সম্পাদক বিপ্লব সরকার ছনি,সোনারায় ইউনিয়ন যুব লীগের সাংগঠনিক সম্পাদক মেহেরুল ইসলাম বকুল, শ্রমিক লীগের আহবায়ক আরিফুল ইসলাম রয়েল, সাধারণ সম্পাদক তারেক রহমান প্রমুখ।