বিক্ষোভ দমাতে ব্যাপক ধরপাকড় করছে সরকার। বিশেষ করে ঢাকায় বাড়ি বাড়ি বিক্ষোভকারী, বিরোধী দলের নেতাদের তল্লাশী করছে বলে ঢাকা থেকে আমাদের সহকর্মীরা জানিয়েছেন।
বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, রুহুল কবীর রিজভী, আমিনুল হক, সুলতান সালাউদ্দিন টুকু, জামায়াতের মিয়া গোলাম পারওয়ার, গণঅধিকার পরিষদের নুরুল হক নূরসহ বিভিন্ন দলের ৫ শতাধিক নেতাকে আটক করা হয়েছে। আটকের পর রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে বলে জানা গেছে।
গ্রেফতারের পর নির্যাতন করা হয়েছে বলে আদালতে অভিযোগ করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু।
রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। আমির খসরু মাহমুদ চৌধুরীকে এখনো রিমান্ডে রাখা হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মিডিয়া সেলের সাবেক আহ্বায়ক জহির উদ্দিন স্বপনকে চিকিৎসাধীন অবস্থায় ইউনাইটেড হাসপাতাল থেকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ তথ্য জানিয়েছেন তার ছেলে।
গণঅধিকার পরিষদের নেতা তারেক রহমানকে ছোট ভাইসহ আফতাব নগরের বাসা থেকে রবিবার গভীর রাতে আটক করা হয়েছে বলে জানিয়েছেন তার স্ত্রী তামান্না ফেরদৌস।