প্রত্যয় নিউজ ডেস্ক: হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব কালীপূজা উপলক্ষে প্রদীপ প্রজ্জ্বলন করেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের শূন্যরেখায় প্রদীপ প্রজ্জ্বলন করেন তারা। এর মাধ্যমে দুই দেশের সীমান্তরক্ষীরা নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেন।
প্রদীপ প্রজ্জ্বলন শেষে বিজিবি সদস্যদের মিষ্টি উপহার দেন বিএসএফ সদস্যরা।
ভারতের আগরতলা ইমিগ্রেশন চেকপোস্টের ১২০ বিএসএফ কোম্পানি কমান্ডেন্ট ইন্সপেক্টর রাজকুমার বিজিবির আখাউড়া কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মো. আলমের হাতে উপহারস্বরূপ মিষ্টি তুলে দেন।
এ সময় বিজিবির আখাউড়া কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মো. আলম বলেন, বিএসএফের সঙ্গে আমাদের অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। আজকের শুভেচ্ছা বিনিময় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে চলমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।