আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার জঙ্গি গোষ্ঠী বোকো হারামের শীর্ষ নেতা আবু বাকার শেকাউ নিজের ওপর বিস্ফোরণ ঘটিয়ে মারা গেছে বলে এক অডিও বার্তায় দাবি করেছে ইসলামিক স্টেট দক্ষিণ আফ্রিকা (আইএসডব্লিইএপি)। খবর : বিবিসি।
এই দুই জঙ্গি গোষ্ঠীর মাঝে সংঘর্ষের পর শেকাউ নিজের ওপর বিস্ফোরকের বিস্ফোরণ ঘটিয়ে আত্মহত্যা করেন বলে ওই অডিও বার্তায় দাবি করা হয়।
তবে বোকো হারাম বা নাইজেরিয়া সরকার, কারো পক্ষ থেকেই এ খবর এখনও নিশ্চিত করা হয়নি।
এর আগে গত মাসে একই ভাবে তার মৃত্যু এবং তারও আগে তাকে হত্যার খবর ছড়িয়েছিল।
একটি অডিও বার্তায় আইএসডব্লিইএপি’র নেতা আবু মুসাবকে বলতে শোনা গেছে, ‘আবু বাকার শেকাউ হঠাৎ নিজের ওপর বিস্ফোরণ ঘটিয়ে মারা যায়।’ তবে এই অডিও বার্তা কত তারিখের, তা নিশ্চিত হওয়া যায়নি।
আইএসডব্লিইএপি’র যোদ্ধারা শেকাউকে তাদের সাথে যোগ দিয়ে লড়াই চালিয়ে যাওয়ার সুযোগ দিয়েছিল বলেও ওই বার্তায় দাবি করা হয়।
এর আগে যখন গত মাসে সংঘর্ষের কারণে আবু বাকারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে তখন নাইজেরিয়ার সেনাবাহিনী বলেছিল, তারা তদন্ত করবে।
২০০৯ সালে বোকো হারামের প্রতিষ্ঠাতা পুলিশ হেফাজতে মারা যাওয়ার পর থেকে এই আবু বাকারই সংগঠনটির নেতৃত্ব দিচ্ছিল।
তার নেতৃত্বে বোকো হারাম প্রকাশ্যে এসে হামলা শুরু করে। এ সময়ে তারা বোমা হামলা, অপহরণ এবং কারাগারে হামলার মতো ঘটনা ঘটাতে থাকে।
২০১৪ সাল থেকে তারা বেশ কিছু শহরের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং ‘ইসলামিক স্টেট’ প্রতিষ্ঠার ঘোষণা দেয়।