দৈনিক প্রত্যয় ডেস্কঃ ২৫ বিলিয়ন ডলারের ঋণের দায়ে বিশ্বের বৃহত্তম বিমান তৈরি কোম্পানি বোয়িং’এর মালিকানা এখন ব্যাংকের। ফোর্বস এর প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
বিনিয়োগকারীদের কাছে হাত পাততে বিশ্বের বৃহত্তম বিমান তৈরি কোম্পানি বোয়িংকে ২৫ বিলিয়ন ডলারের বন্ড ছাড়াতে হয়েছে। তবে লোকসানে পড়লেও মার্কিন সরকারের কাছ থেকে কোনো আর্থিক সহায়তা নিতে রাজি নয় বোয়িং।
গ্রহণযোগ্য মূল্যে ঋণ পেতে বোয়িংকে অতীতের লোকসান বিবেচনা করে চড়া ৫.১৫ শতাংশ সুদে ১০ বছরে পরিশোধযোগ্য ঋণ দেয়ার প্রস্তাব দেয়া হয়েছিল।
বোয়িং ৫ শতাংশ সুদে ঋণ নিলেও বছরে সুদ পরিশোধ করতে হত ১.২ বিলিয়ন ডলার। গত বছর বোয়িংকে ঋণ বাবদ সুদ পরিশোধ করতে হয়েছে ৭২২ মিলিয়ন ডলার। ভার্টিক্যার রিসার্চ
এবছর বোয়িং যদি ঋণ নিত তাহলে তার ঋণের এ বোঝা বেড়ে দাঁড়াত ৫৪ বিলিয়ন ডলার। এবং মোট ঋণের ওপর যে সুদ হত তা কোম্পানিটির আয়ের ২২ গুণ বেশি। তাই কোনো ব্যাংকের কাছে মালিকানা হস্তান্তর করে বন্ড ছেড়ে বিনিয়োগকারীদের শরণাপন্ন হওয়াকেই সন্তোষজনক ভাবে বোয়িং।
বোয়িং সহজে তার শেয়ার হোল্ডারদের যে লভ্যাংশ দেবে সে সমর্থ আর নেই। কৌশলগত বিনিয়োগের জন্যে ঋণের কথা চিন্তাও করতে পারছে না বোয়িং। বোয়িংএর ব্যালান্সশিটের চিত্র বরং এর গ্রাহক ও সরবরাহকারীর আস্থাকে ক্ষতিগ্রস্ত করবে।
আর্থনৈতিক বিশ্লেষক রিচার্ড আবোলাফিয়া যিনি টিয়াল গ্রুপে কাজ করেন তিনি বলেন, করোনাভাইরাস পরিস্থিতি ও এয়ারলাইন্স বাজার বিবেচনা করে ভবিষ্যত বাণিজ্যিক কৌশল নির্ধারণ অসাধ্য প্রায়।
রিচার্ড আরো বলেন, বাজার যদি ফিরে আসে তো ভাল কিন্তু বোয়িংএর মালিকানায় যাওয়া মানে নিজের ওপর অতিরিক্ত আঘাত হানা ও উড়োজাহাজ উৎপাদন এবং সম্পত্তির মূল্য হ্রাস অবলীলায় মেনে নেয়া। কারণ নিউজ্যিলান্ডের চেয়ে ঋণের পরিমান এখন বেশি বোয়িংএর।
ডিপিআর/ জাহিরুল মিলন