দৈনিক প্রত্যয় ডেস্কঃ বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ১ হাজার ৮২৬ জন।
দেশটিতে গেল ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫৮৮ জন। শতকরা হিসাবে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৫ ভাগ। বাড়ছে মৃতের সংখ্যাও।
মৃতের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে এত মরদেহের জায়গা দেয়া নিয়ে মর্গে তৈরি হচ্ছে বিশৃঙ্খল অবস্থা। সেই সাথে দেখা দিয়েছে কফিন সংকটও। এরই মধ্যে লকডাউনের বিরোধিতা করছেন প্রেসিডেন্ট জেইর বলসোনারো।
তিনি বলছেন, বর্তমানে চাকরির করুণ পরিস্থিতির জন্য আঞ্চলিক গভর্নররা দায়ী। এর জন্য ভবিষ্যৎ এর চড়া মূল্য দিতে হবে।
তবে দেশটির বিশেষজ্ঞরা বলছেন, দেশটিতে সরকারি হিসাবের চেয়ে আক্রান্ত ও মৃতের সংখ্যা দুটোই বেশি।
ডিপিআর/ জাহিরুল মিলন