দৈনিক প্রত্যয় ডেস্কঃ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় পাকিস্তানি সেনাবাহিনীর ভারী গোলাবর্ষণে আবারো উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলা। গোলাবর্ষণে ভারতীয় এক যুবকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও একজন।
ভারতীয় সেনা সূত্রে খবর বিনা প্ররোচনায় পাক সেনারা গুলি চালাতে শুরু করে। পালটা জবাব দেয় ভারতীয় সেনাবাহিনীও। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা নাগাদ গুলি বর্ষণ ও ভারী মর্টার শেলিং শুরু হয়। গুলি বিনিময়ের মধ্যেই ১৮ বছরের গুলফ্রাজ আহমেদ মারা যায়। আহত হয় আরেক যুবক।
পিটিআই সংবাদ সংস্থা সূত্রের খবর মানকোটে সেক্টরে গুলি বর্ষণ শুরু হতেই এ দুর্ঘটনা ঘটে।
আহত যুবককে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর চিকিৎসা চলছে। এই নিয়ে টানা ২৪ দিন সীমান্তে গুলি বর্ষণ করছে পাকিস্তান। মঙ্গলবার ও বুধবারও ভারত-পাক সেনাদের গুলির লড়াইয়ে উত্তপ্ত ছিল ভূস্বর্গ। পুঞ্চ জেলার কাসবা, কিরনি, শাপুর, মানকোটে লক্ষ্য করে অনবরত গুলি চালিয়েছে দুদেশ। আতঙ্কে রয়েছে রাজৌরি, পুঞ্চ ও কুপওয়ারা জেলার সীমান্তবর্তী গ্রামের বাসিন্দারা।
চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে সর্বাধিক হামলা চালিয়েছে পাকিস্তান যা গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ। জানুয়ারি থেকে মার্চের মধ্যে ১১৪৪টি হামলা হয়েছে। মার্চ মাসেই হয়েছে ৪১১টি হামলা।
উল্লেখ্য, ২০১৯ সালের জানুয়ারি থেকে মার্চের মধ্যে ৬৮৫টি হামলা হয়েছে। সেখানে জানুয়ারি থেকে মার্চের মধ্যে ২০১৮ সালে হয়েছে ৬২৭টি হামলা।
ডিপিআর/ জাহিরুল মিলন