আন্তর্জাতিক ডেস্ক:
ভিয়েতনাম আজ থেকে পৃথিবীর প্রথম কোভিড-১৯ শূন্য দেশ। চীনের সাথে গা ঘেঁষাঘেঁষি করে টনকিন উপসাগর আর ১১০০ কিলোমিটার স্থলসীমান্ত ভাগ করে নেওয়া সাড়ে নয় কোটি জনসংখ্যার দেশে লকডাউন উঠে যাচ্ছে। ৩১২ জন কোভিড পজিটিভ রোগী বাড়ি ফিরে গেছেন সুস্থ হয়েছে ২৬০ জন, একজনও মারা যাননি। একটি রিপোর্টও লুকাতে হয়নি। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮০বছরের বৃদ্ধাও। কোনো চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীও মারা যাননি চিকিৎসা সরঞ্জামের অভাবে। ক্ষুধার জ্বালায় একজন লোকও মরেনি, রাস্তায় চালের জন্যে দাঙ্গা হয়নি, সরকারি দল রেশন ঝেড়ে দেয়নি।
স্বল্প ক্ষমতায়, নিজেদের সাধ্যমত স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে লড়াই করে ভিয়েতনাম উল্টো চার লক্ষ PPE তৈরী করে পাঠিয়েছে সেই আমেরিকায়, যারা ১৯৭২ সালে রোজ সকালে ন্যাপাম বোমার চাদর বিছিয়ে দিতো ভিয়েতনামী জনগনের ওপর।
অ্যাপোক্যালিপস নাও সিনেমায় রবার্ট ডুভালের সেই বিখ্যাত সংলাপ মনে আছে? “I Love the Smell of Napalm in the Morning.” সেই ভিয়েতনাম ন্যাপামের বদলে গ্লাভস ফেরত পাঠিয়েছে৷ হিংসার জবাব দিয়েছে ভালবাসায়। https://youtu.be/YJenSJSTOgg