নরসিংদী প্রতিনিধি : এলাকার চিহ্নিত ভূমিদস্যূ, মাদক ব্যবসায়ী, হত্যা ও অস্ত্র মামলার আসামী তারেক ভূঁইয়ার ভূমিদস্যূতার ক্ষয় ক্ষতির শিকার গ্রামবাসীকে হামলা-মামলাসহ প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে ড্রেজার বসিয়ে নরসিংদীতে হাড়িধোয়া নদী থেকে বালু উত্তোলন করেই যাচ্ছে। ফলে এলাকার ফলসি জমিসহ বাড়ী-ঘর ভাঙ্গনের মুখে পড়েছে।
এব্যাপারে ইউএনও’র শরণাপন্ন হলেও কোন প্রতিকার না পেয়ে উল্টো চাঁদাবাজীর মামলার শিকার হন কয়েকজন নিরীহ গ্রামবাসী।
জানা যায়, শিবপুর উপজেলার সৈয়দেরখোলা গ্রামের শাহজাহান ভূইয়ার ছেলে এলাকার চিহ্নিত ভূমিদস্যূ, মাদক ব্যবসায়ী হত্যাসহ অস্ত্র মামলার আসামী তারেক ভূঁইয়া নিজের প্রভাব এবং সাবেক সেনা কর্মকর্তা মাজেদুর রহমানের নাম ভাঙ্গিয়ে গত আড়াই মাস যাবৎ ড্রেজার বসিয়ে হাড়িধোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে।
যার প্রভাবে এলাকার ফসলি জমিসহ ঘর-বাড়ী নদী ভাঙ্গনের মুখে পড়ে ইতোমধ্যে বেশ কিছু ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এমন অবস্হায় এলাকার লোকজন ড্রেজার চালনায় বাধা প্রদান করলে বালু উত্তোলনকারী তারেক ভূঁইয়া গ্রামবাসীদের মামলায় জড়ানোসহ প্রাণনাশের হুমকি প্রদান করে। উপায়ান্তর না দেখে নিরীহ এলাকাবাসী শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবিরুল ইসলামের শরনাপন্ন হয়। ইউএনও কাবিরুল ইসলাম এলাকাবাসীকে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আশ্বাস প্রদান করেন। আশ্বাসবাণী শুনে এলাকাবাসী ফিরে আসলেও কাজের কাজ কিছুই হয়নি উল্টো বালু উত্তোলনকারী তারেক নিরীহ ৬ জন এলাকাবাসীর নাম উল্লেখ করে একটি চাঁদাবাজীর মামলা দেয়। মামলার শিকার হয়ে নিরীহ এলাকাবাসীর আতঙ্কে দিন কাটছে।
ক্ষয় ক্ষতির শিকার বজলু মিয়া জানায়, ড্রেজার দিয়ে বালু তোলার ফলে তার সবজির ক্ষেত নদীতে ভেঙ্গে যায়। ভাঙ্গন শুরু হলে ড্রেজার চালাতে বাধা দিলে তারেক বিভিন্ন প্রকার হুমকি ধমকি দেয়। পরে তার নামসহ ৬ জনের নামে থানায় একটি চাঁদাবাজী মামলা দায়ের করে।
অপর ব্যক্তি মোজাম্মেল হোসেন জানান, বালু উত্তোলন বন্ধ না করায় এলাকাবাসী মিলে ইউএনওর কাছে বিষয়টি জানালে তারেক তার বাহিনী নিয়ে গ্রামবাসীর উপর নির্যাতন চালায় এবং বিভিন্ন প্রকার হুমকি ধমকি প্রদান করে।
চাঁদাবাজী মামলার শিকার খবিরের স্ত্রী বলেন, তারেক শুধু নদী থেকে বালুই উত্তোলন করেনি। নদীপাড়ে বিভিন্ন মানুষের সবজির ক্ষেত কেটে সাবাড় করে দেয়। প্রতিবাদ করায় ওল্টো থানায় চাঁদাবাজী মামলা দেয়।
এব্যাপারে অভিযুক্ত তারেকের সাথে যোগাযোগ করলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে তার মোবাইল সেটটি বন্ধ করে দেয়।
পরে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার তারেকের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, কেউ কোথাও অবৈধ ভাবে বালু উত্তোলন করছেনা। সৈয়দেরখোলায়ও সেনাবাহিনীর অনুমতিতে ডেজার চালানো হয়েছিল তবে তা এখন বন্ধ রয়েছে।
শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাবিরুল ইসলাম বলেন, নদী থেকে বালু উত্তোলনের বেশ কয়েকটি অভিযোগ আমরা পেয়েছি। ইতোমধ্যে সেগুলোর ব্যবস্থাও নেওয়া হয়েছে। তারেকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে ও জানান তিনি।