দৈনিক প্রত্যয় ডেস্কঃ ব্রাজিলের বৃহৎ শহর সাও পাওলোর মেয়র ব্রুনো কোভাস বলেছেন, করোনাভাইরাসে আক্রান্ত রোগীর চাপে এবং জরুরি বেডের চাহিদার জেরে হাসপাতালের চিকিৎসাসেবা ব্যাহত হতে পারে।
তিনি আরো জানিয়েছেন, সাও পাওলোর সরকারি হাসপাতালগুলোর ৯০ শতাংশ রোগীতে ঠাসা রয়েছে। দুই সপ্তাহের মধ্যে নতুন করে আর রোগী ভর্তি করানো অসম্ভব হয়ে পড়বে।
ব্রাজিলে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে দুই লাখ ৪১ হাজার ৮০ জন এবং মারা গেছে ১৬ হাজার একশ ১৮ জন। তার মধ্যে সাও পাওলো শহরে মারা গেছে তিন হাজারের বেশি মানুষ।
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আরো সাত হাজার নয়শ ৩৮ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এবং মারা গেছে ৪৮৫ জন।
ব্রাজিলের স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, করোনাভাইরাসে পরীক্ষা সীমিত হারে করার কারণে প্রকৃত আক্রান্তের সংখ্যা জানা যাচ্ছে না। বেশি সংখ্যক মানুষের নমুনা পরীক্ষা করা হলে আরো অনেকে শনাক্ত হতেন।
সূত্র : বিবিসি
ডিপিআর/ জাহিরুল মিলন