আন্তর্জাতিক ডেস্ক: বিজেপি ফের ক্ষমতায় এলে ভারতের বড় সর্বনাশ হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব।
তিনি বলেন, ইডি, সিবিআইয়ের মতো কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার করে বিরোধীদের শেষ করার সব চেষ্টাই করেছে বিজেপি।
এবার ২০২৪ লোকসভা নির্বাচনে ক্ষমতায় এলে দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেবে নরেন্দ্র মোদীর দল। এমনই আশঙ্কা প্রকাশ করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব।
গণতান্ত্রিক পরিকাঠামোর সব স্তম্ভই ভেঙে দেওয়ার কাজ করেছে বিজেপি, এবার তাদের লক্ষ্য দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া। বেশ জোর দিয়ে এমন কথা বলেন উত্তরপ্রদেশের সাবেক এই মুখ্যমন্ত্রী।
বিজেপিকে রুখতে ইন্ডিয়া জোট কার্যকরী ভূমিকা নিতে চলেছে বলে অখিলেশ আশাপ্রকাশ করেন। ইউপিতে ইন্ডিয়া জোটের আসন সমঝোতা কীভাবে হবে তা নিয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি।
অন্যদিকে আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির প্রচারের অন্যতম হাতিয়ার হতে চলেছে রামমন্দির। দেশটির রাজনৈতিক মহলের মতে মেরুকরণের লক্ষ্যেই রামমন্দিরকে সামনে রেখে এখন থেকেই দেশজুড়ে প্রচারের ঝড় তুলতে চাইছে বিজেপি। আর তার রাশ স্বয়ং নিজের হাতে তুলে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রামমন্দির উদ্বোধনের ২৩ দিন বাকি থাকলেও শনিবার (৩০ ডিসেম্বর) অযোধ্যায় মোদীর ১৫ কিলোমিটার রোড শো’র মধ্য দিয়েই বিজেপি কার্যত লোকসভা নির্বাচনের প্রচার শুরু করে দিয়েছে।
সূত্র: এএনআই