প্রত্যয় ডেস্ক,গাজী মো. তাহেরুল আলম, বিশেষ প্রতিনিধিঃ টানা তিন দিনের ভারী বৃষ্টিতে ভোলায় প্রায় পাঁচ হাজার হেক্টর জমির ফসল পানিতে ডুবে গেছে। নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ফসলি জমির পানি নামছে না। এতে অনেক এলাকায় ফসল পচে যাচ্ছে। লোকসানের মুখে পড়তে যাচ্ছেন কৃষকরা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (খামারবাড়ি) সূত্রে জানায়, ভোলায় ২১, ২২ ও ২৩ অক্টোবরের বৃষ্টিতে ৫ হাজার ৮৭ হেক্টর জমির ফসল ডুবে গেছে। এর মধ্যে ২ হাজার ৮০০ হেক্টর সবজি, ২৮৭ হেক্টর পান এবং ২ হাজার হেক্টর ধানি জমি রয়েছে।
গত সোম, মঙ্গল ও বুধবার ভোলা সদর, দৌলতখান ও লালমোহন উপজেলার বিস্তীর্ণ অঞ্চল ঘুরে দেখা যায়, খেতের সবজি, পান, ধান পানিতে ডুবে আছে। অনেক স্থানে খালের মধ্যে জাল ও বেড়া দিয়ে মাছ চাষ করা হচ্ছে। কোথাও খালের মধ্যে অপরিকল্পিতভাবে কালভার্ট ও সেতু তৈরি করা হয়েছে। অনেক এলাকায় খাল-বিলে বালু ফেলে ভরাট করে ভবন তোলা হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (খামারবাড়ি) সূত্রে জানায়, ভোলায় ২১, ২২ ও ২৩ অক্টোবরের বৃষ্টিতে ৫ হাজার ৮৭ হেক্টর জমির ফসল ডুবে গেছে। এর মধ্যে ২ হাজার ৮০০ হেক্টর সবজি, ২৮৭ হেক্টর পান এবং ২ হাজার হেক্টর ধানি জমি রয়েছে।
ভোলায় এ বছর অতিবর্ষণ ও প্রাকৃতিক নানা দুর্যোগে কৃষকরা একের পর এক ফসল হারাচ্ছে।শাক-সবজির বাগানও অতিবর্ষণে বিনষ্ট হয়েছে। এ অবস্থায় কৃষকদের দুর্দিন ও দুঃসময় চলছে।সরকার ক্ষতিগ্রস্তদের কৃষিখাতে ভুর্তিকি দেয়ার ওপর গুরুত্ব দিয়েছেন সচেতন মহল।