গাজী তাহের লিটন: সোমবার (০৫ জুলাই) সারাদিনে ভোলা জেলায় করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি নিষেধাজ্ঞা/নির্দেশনা বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে পরিচালিত মোবাইল কোর্ট এর উপজেলা ভিত্তিক তথ্য:
১.ভোলা সদর = ৯টি মোবাইল কোর্ট ৬২টি মামলায় ৬৯ জন আসামীর মধ্যে ৬৮ জনকে ৫০০০০/-টাকা জরিমানা ও ১ জনকে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
২.দৌলতখান= ২টি মোবাইল কোর্ট ৬টি মামলায় ৬ জনকে ২০০০/- টাকা জরিমানা।
৩.বোরহানউদ্দিন= ২টি মোবাইল কোর্ট ১৩টি মামলায় ১৩ জনকে ১৪৫০০/- টাকা জরিমানা।
৪.লালমোহন= ১টি মোবাইল কোর্ট ৮টি মামলায় ৮ জনকে ৪৮০০/-টাকা জরিমানা।
৫.তজুমদ্দিন= ১টি মোবাইল কোর্ট ৬টি মামলায় ৬ জনকে ২৭০০/-টাকা জরিমানা।
৬.চরফ্যাশনে= ২টি মোবাইল কোর্ট ২১টি মামলায় ২৪জনকে ৬৭০০০/-টাকা জরিমানা।
৭.মনপুরা=১টি মোবাইল কোর্ট ১টি মামলায় ১ জনকে ৫০০/-টাকা জরিমানা।
মোট: ০৫/৭/২০২১ খ্রি. তারিখে সারাদিনে ভোলা জেলার মোবাইল কোর্টের মোট তথ্য-
১৮টি মোবাইল কোর্টে ১১৭টি মামলায় ১২৭জন আসামীর মধ্যে ১২৬ জনকে ১৪৩৫০০/-টাকা অর্থদন্ড এবং ১ জনকে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
০১/৭/২০২১ তারিখ থেকে ৫/৭/২১তারিখ পর্যন্ত মোট :
মোবাইল কোর্ট: ৯৫টি
মামলা: ৮৩২ টি
মোট আসামী: ৮৮২জন
অর্থদন্ড: ৮৪৮০৫০/- টাকা (৮৬৫জনকে)
কারাদন্ড: ১৭ জন