আবু হুরাইরা রাসেল যশোর জেলা প্রতিনিধি:
কেশবপুরের পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের বালিয়াডাঙ্গা, মোড়ল পাড়া জামে মসজিদের ছাদ ঢালাই কাজ উদ্বোধন করা হয়েছে।
১১ ই মে সোমবার ফজরের নামাজ শেষে, পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বালিয়াডাঙ্গা মোড়ল পাড়া জামে মসজিদের ছাদ ঢালাই কাজ উদ্বোধন ও করেন।মসজিদ উদ্বোধন শেষে তিনি মুসল্লিদের আশ্বস্ত করে বলেন, মসজিদ তৈরীতে আমি আমার পৌর কার্যালয় থেকে যে অর্থ সহযোগিতা করেছি তা আগামীতেও অব্যাহত থাকবে।ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান গাজী বলেন, মাননীয় মেয়র মহোদয় মসজিদ নির্মাণে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে সহযোগিতা করেছেন। এজন্য মেয়র মহোদয় কে, আমার ও মুসল্লিদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।