দৈনিক প্রত্যয় ডেস্কঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলায় একটি পরিবারকে সমাজ থেকে সামাজিকভাবে বিচ্ছিন্ন করার জন্য সম্প্রতি মসজিদে মাইকিং করে ‘একঘরে’ করে রাখা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
জানা গেছে, মহেশপুর উপজেলার ৩নং পান্তা পাড়া ইউনিয়নের মথুরা নগর গ্রামে কবরস্থানের জমি দখলকে কেন্দ্র করে একই গ্রামের মৃত লুৎফর রহমানের ৭ পুত্রের সাথে গ্রামের কবরস্থান কমিটির দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে ওই পরিবারের সদস্য মনিরুল ইসলাম মহেশপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। এ ঘটনায় মহেশপুর থানার এসআই রওশন আলী ঘটনাস্থল পরিদর্শন করে মীমাংসার জন্য উভয়পক্ষকে সময় বেঁধে দিয়ে আসে। এতে ক্ষিপ্ত হয়ে ওই কমিটির মৃত ইসমাইল মন্ডলের ছেলে শফিকুল মসজিদে মাইকিং করে ৭ ছেলেকে আবাঞ্চিত ঘোষণা করে সমাজের কেউ তাদের সাথে মেলামেশা করতে পারবে না বলে কঠোর হুশিয়ারি দেয়। এভাবে সরাসরি মসজিদের মাইকে মাইকিং করে ঘোষণা করায় বর্তমানে লুৎফর রহমানের ৭ পুত্র ও তাদের পরিবারের সদস্যরা গ্রামের কোন স্থানে যেতে পারছেন না।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মো. ইসমাইল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান কবরস্থানের জমি দখলকে কেন্দ্র করে দুপক্ষের মাঝে দ্বন্দ্ব চলছিল, ইতিমধ্যে মনিরুল থানায় অভিযোগ করায় গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে পড়েছে। তবে সমাজে কোন শালিস বৈঠক না করে ওই পরিবারকে এভাবে একঘোরে করে মাইকিং করা ঠিক হয়নি।
এদিকে এ ব্যাপারে মাইকিং করা অভিযুক্ত শফিকুলের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
দৈনিক প্রত্যয়/ জাহিরুল মিলন