আরাফাত রায়হান, চবি প্রতিনিধিঃ বীর চট্টলার সিংহ পুরুষ প্রয়াত নেতা আলহাজ্ব এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ৭৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে চবি ছাত্রলীগের কবর জিয়ারত এবং পুষ্পস্তবক অর্পণ।
আজ বিকাল আনুমানিক ৫ ঘটিকার সময় চবি ছাত্রলীগের প্রায় শতাধিক নেতা কর্মী, চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল এর নেতৃত্বে প্রয়াত নেতা আলহাজ্ব এ বি এম মহিউদ্দিন চৌধুরীর কবর জিয়ারত, জিয়ারত শেষে সকল কবর বাসী এবং মহিউদ্দিন চৌধুরীর আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দেশরত্ন শেখ হাসিনা এবং চট্টলরত্ন ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ভাইয়ের জন্য ও সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। জিয়ারত শেষে চবি ছাত্রলীগের নেতা কর্মীরা প্রয়াত নেতার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।
এই বিষয়ে চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, চট্টলার সিংহ পুরুষ প্রয়াত নেতা আলহাজ্ব এ বি এম মহিউদ্দিন চৌধুরীর দৈহিক মৃত্যু হলেও, মহিউদ্দিন চৌধুরীর নীতি আদর্শ, সংগ্রাম ও সাহস, চট্টলার প্রতিটি মানুষের হৃদয়কে শাণিত করে। সেই নীতি আদর্শের বলিয়ান এই চট্টলার মানুষ তাদের হৃদয়ের মণিকৌটায় সহস্র বছর ধারণ করে রাখবে এই আলহাজ্ব এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে। তিনি আরো বলেন মহিউদ্দিন চৌধুরী মরেও অমর হয়ে আছেন, তার কীর্তিময় সংগ্রাম মুখর আদর্শিক জীবনের জন্য৷ এই সময় আরো উপস্থিত ছিলেন চবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সুমন নাসির, গণ যোগাযোগ ও উন্নয়ন বিষয়ক উপ সম্পাদক হেমায়েত হোসেন হিমু, শাহরিয়ার সৌরভ, আবদুল্লাহ আল নাহিয়ান রাফি, আলতাফ হোসেন, প্রিতম, কনক সরকার, ফজলে রাব্বি, সাদাফ খান সহ অন্যান্যরা।