নরসিংদী প্রতিনিধি: মাধবদী থানা প্রেস ক্লাবে নব কমিটিতে পূণরায় মোঃ আল-আমিন সরকার সভাপতি ও খন্দকার শাহিন সাঃ সম্পাদক নির্বাচিত হযেছেন।
শনিবার(২৬ জুন) দুপুরে নরসিংদীর মাধবদীর রাইন ওকে মার্কেটের ৩য় তলায় মাধবদী থানা প্রেস ক্লাব কার্যালয়ে আয়োজিত এক সাধারণ সভায় মাধবদী থানা প্রেস ক্লাবের এই নতুন কমিটি গঠণ করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক মো. আনিসুর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে সদস্যদের সরব উপস্থিতিতে কণ্ঠভোটের মাধ্যমে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
নতুন মেয়াদে মাধবদী থানা প্রেস ক্লাবের এই কমিটিতে সর্বসম্মতিক্রমে দৈনিক মানবজমিনের মাধবদী প্রতিনিধি মো. আল-আমিন সরকারকে পুনরায় সভাপতি, সিটি নিউজ ঢাকা’র নরসিংদী জেলা প্রতিনিধি শাওন খন্দকার শাহিনকে সাধারণ সম্পাদক, এশিয়ান টেলিভিশন এর মাধবদী প্রতিনিধি মো. নুর আলম’কে সাংগঠনিক সম্পাদক ও দৈনিক অধিকার পত্রিকার নরসিংদী জেলা প্রতিনিধি মো. মনিরুজ্জামানকে কোষাধ্যক্ষ করে ২৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি আনিসুর রহমান সোহেল (দৈনিক মুক্ত খবর), সহ-সভাপতি (১) মো. তৌহিদুর রহমান (গাজী টেলিভিশন) সহ-সভাপতি (২) ওবায়দুর রহমান মাসুম (বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকম), যুগ্ম সাধারণ সম্পাদক (১) মো. আরিফুল ইসলাম (বিটিভি), যুগ্ম সাধারণ সম্পাদক (২) সিদ্দিকুর রহমান ইমন, মহিলা বিষয়ক সম্পাদক ফারহানা হক শিমুল (দৈনিক নয়া শতাব্দী), সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হাজ্বী আহসান হাবীব রোমান (সাপ্তাহিক সোনালী পাঠক), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আব্দুল কুদ্দুস (দৈনিক ভোরের পাতা), দপ্তর সম্পাদক মো. আওলাদ হোসেন (সাপ্তাহিক আঁচড়), কার্যকরি সদস্য কাজী মেহবুব ইয়াছিন সৃজন (বর্তমান কণ্ঠ), আব্দুল হান্নান মানিক (সাপ্তাহিক বর্তমান যোগাযোগ), এম. শরীফ হোসেন (দৈনিক উত্তরা নিউজ), মো. আলাউদ্দিন সোহান (দৈনিক দেশের কণ্ঠ), এম. রাকিবুল হাসান জয় (সাপ্তাহিক খোরাক), মুফতী ক্বারী ওবায়দুল্লাহ (দৈনিক প্রতিদিনের সংবাদ), গোলাপ মিয়া (দৈনিক সংবাদ প্রতিদিন), মোক্তার হোসেন (নরসিংদীর সংবাদ), নাহিদ প্রধান (টাইম বাংলা টিভি), মনজুরুল আলম (দৈনিক বর্তমান দিনকাল)।