দৈনিক প্রত্যয় ডেস্ক:হঠাৎ করেই মোটরসাইলে বসে ছুটে গেলেন জেলার মুলিয়া গ্রামে। সেখানে এক কৃষকের সঙ্গে দেখা। তাকে সালাম দিয়ে নিজের পরিচয় দিচ্ছেন। আবার পরিবারের সকলের খোঁজখবর নিচ্ছেন। করোনা সংক্রমণ থেকে সাবধান থাকতে বলে এই নেন (এক প্যাকেট খাবার আর কিছু টাকা) দিয়ে ছুটে চলছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মুর্তজা।
বর্তমান করোনা পরিস্থিতিতে নিজেই মোটরসাইলে চড়ে মানুষের খোঁজখবর নিচ্ছেন। হাতে হাতে তুলে দিচ্ছেন ব্যক্তিগত ত্রাণসামগ্রী। সংসদ সদস্য হলেও আশপাশে নেই পুলিশ, প্রটোকল। নেই কোনো গাড়িবহর কিংবা হুইসেল।
মাশরাফি বিন মুর্তজা অন্য এমপিদের মতো কোটি কোটি টাকার দামি গাড়িতে চড়েন না। গাড়ির গ্লাস খুলে জনতাকে ডাকেন না। পুলিশ কিংবা নিরাপত্তারক্ষী নেই তার। ক্রিকেট দুনিয়ায় অনন্য ক্যারিয়ার যে মাশরাফীকে এনে দিয়েছে এতে খ্যাতি, এত দর্শকপ্রিয়তা সেই মাশরাফীই এখন যেন এক অন্য মানুষ।
নড়াইল থেকে ঢাকা যাওয়ার পথে কালনাঘাট পর্যন্ত যত কৃষক, ভ্যানচালক পেয়েছেন মোটরসাইকেল থামিয়ে সালাম দিয়ে সবাইকে সহযোগিতা করেছেন এমপি মাশরাফী। নিম্নআয়ের এমন অসংখ্য মানুষের বাড়ির সামনে মোটরসাইকেল থামিয়ে কাউকে খাবার, কাউকে টাকা দিয়ে গেছেন।
যাদেরকে ত্রাণ দিয়েছেন তিনি তাদের ছবি পর্যন্ত তুলতে নিষেধ করেছেন মাশরাফি।