দৈনিক প্রত্যয় ডেস্ক: সামাজিক দূরত্ব বজায় না রাখলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে বলে আবারও বিশ্ববাসীকে সতর্ক করে দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেডরস আধানম গোব্রিয়াসেস। তিনি বলেন, ‘কোনো দেশে করোনা ভাইরাসের আক্রমণ স্তিমিত হয়ে যাওয়া মানেই তা শঙ্কামুক্ত নয়। তাই সব দেশকে অতিমাত্রায় সাবধান হতে হবে। তড়িঘড়ি করে লকডাউন প্রত্যাহার করা হলে করোনা পরিস্থিতির আরো ভয়াবহ পুনরুত্থান হবে।’
বাংলাদেশে একবার সুস্থ হয়ে উঠলেও তারা আবারও সংক্রমিত হয়েছে। একাধিক এলাকায় এমন ঘটনা ঘটেছে। এছাড়া আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশেও এই মুহূর্তে সামাজিক দূরত্ব বজায় রাখা খুবই জরুরি। কিন্তু এক্ষেত্রে সফলতা আসছে না। লঘু দণ্ড, গাড়ি ফেরত পাঠিয়ে দেওয়া কিংবা সরকারি আদেশ আমান্যের মামলা দিয়েও আসছে না সুফল। বিকল্প উপায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চোখ ফাঁকি দিয়ে ঢাকায় প্রবেশ কিংবা বের হওয়া কিছুতেই বন্ধ করা যাচ্ছে না। সরকারি নির্দেশনা অমান্য করে রাস্তাঘাট, বাজার, পার্ক ও চায়ের দোকানে ভিড় করছে সাধারণ মানুষ। পাড়া-মহল্লায় ঘুরে বেড়াচ্ছে যুবকেরা। সাধারণ ছুটি বাড়লেও দিন যত গড়াচ্ছে, রাস্তায় সব ধরনের যানবাহনের সংখ্যা তত বাড়ছে। এছাড়া পণ্য পরিবহনে যাত্রী বহন করা হচ্ছে। বিশেষজ্ঞ চিকিত্সকেরা বলেন, দেশের মানুষের অসচেতনতাই দেশের জন্য ডেকে আনছে মহাবিপদ। মানুষকে ঘরে রাখার কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রয়োজনে এখনই দেশ জুড়ে কারফিউ জারি করতে হবে। এদিকে করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৫৮ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এতে দেশে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮২ জন। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরো তিন জন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ জন।