প্রত্যয় ডেস্ক: মিসরের সিনাই উপত্যকায় শার্ম আল শেখ শহরে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জন মার্কিনী সহ আটজন মারা গেছে। বাকি দুজনের একজন চেক প্রজাতন্ত্র ও অন্য একজন ফ্রান্সের নাগরিক। নিয়মিত অভিযানের সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে।
মার্কিন নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনী ও পর্যবেক্ষক (এমএফও) এক বিবৃতিতে বলেছে যে, বিমানটিতে থাকা নয় জনের মধ্যে একজন ছাড়া বাকি সবাই মারা গিয়েছে।
সিনাইতে ইসলামবাদী জঙ্গিদের বিরুদ্ধে বহু বছর ধরে লড়াই চালাচ্ছে মিসর। ১৯৭৯ সালে ইসরায়েল ইসরায়েল ও মিসরের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর সীমান্ত এলাকায় প্রতিবেশিদের সেনাবাহিনী ও এর সরঞ্জাম পর্যবেক্ষণের জন্য গঠিত হয় এমএফও। সিনাই উপত্যকার প্রায় চার হাজার কিলোমিটার এলাকার দেখভাল করে এই বাহিনী।