প্রত্যয় ডেস্ক: মিয়ানমারের প্রধান বিরোধীদল ইউনিয়ন সলিারিডিটি ও ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) দেশটির সদ্য সমাপ্ত নির্বাচনকে প্রত্যাখান করেছে এবং পুনরায় নির্বাচন অনুষ্ঠানের দাবি করেছে। এ জন্য তারা দেশটির সেনাবাহিনীর হস্তক্ষেপ প্রত্যাশা করেছে। এতে দেশটির রাজনীতিতে সেনাবাহিনীর প্রত্যক্ষ প্রভাব আবার তৈরি হবে কি না, এমন জল্পনা তৈরি হয়েছে।
এ জল্পনা আরও সম্প্রসারিত হচ্ছে কারণ ইউএসডিপি পরিচালনায় সেনাবাহিনীর প্রত্যক্ষ প্রভাব রয়েছে। কাজেই ওই দলের পক্ষ থেকে পুনর্নির্বাচনের দাবি বেশ ইঙ্গিতপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বিরোধীদলটির পক্ষ থেকে অং সান সুচির দলের সংখ্যাগরিষ্ঠতা দাবি করা এ নির্বাচন সম্পর্কে আপত্তি জানিয়ে আরেকটি নির্বাচনের পরিবেশ তৈরির আহ্বান জানানো হয়েছে। দলটির পক্ষ থেকে সেনাবাহিনীর প্রতি একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দাবি করা হয়েছে। এছাড়া এ নির্বাচনে সুচির দলের প্রচারণাকে ইঙ্গিত করে বলা হয়, নতুন নির্বাচনকে অস্বচ্ছ প্রচারণা থেকে মুক্ত রাখতে হবে।
বিরোধীদলের পক্ষ থেকে এ দাবিটি এমন সময় করা হলো যখন সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) আইনসভায় ৮০ শতাংশ আসনে জয় পাওয়ার দাবি করছিল। দেশটির নির্বাচনের ফলাফল পুরোপুরি না ঘোষিত হলেও এরই মধ্যে ঘোষিত ১৫০ আসনের মধ্যে ১৩০টি জিতে নিয়ে এগিয়ে রয়েছে তারা। মিয়ানমারে সরকার গড়তে সর্বমোট ৩৩২টি আসন দরকার। সূত্র: রয়টার্স।