দৈনিক প্রত্যয় ডেস্কঃ রোজায় চাহিদা বাড়ায় দাম বেড়েছে মাছ ও মুরগির। তবে স্থিতিশীল আছে ইলিশের দর। শুক্রবার রাজধানীর বাজার ঘুরে দেখা যায় এমন চিত্র।
দাম বাড়ার কারণে হিসেবে সরবরাহ কমের অজুহাত দিচ্ছেন বিক্রেতারা। চাষের মাছের দাম স্থিতিশীল থাকলেও কেজিতে ৫০ থেকে ১শ’ টাকা পর্যন্ত বেড়েছে অন্যান্য মাছের দাম। বাড়তির দিকে দেশি ও ব্রয়লার মুরগির দাম।
এদিকে সরবরাহ ঘাটতি না থাকলেও ইফতার ব্যবহৃত সবজি ও সালাদের দাম বেড়েছে। ৩ দিনের ব্যবধানে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে ক্যাপসিকাম। প্রতি কেজি ক্যাপসিকাম বিক্রি হচ্ছে ৭শ’ টাকায়। তবে অন্যান্য সবজির দাম নিয়ে অভিযোগ নেই ক্রেতাদের।
ডিপিআর/ জাহিরুল মিলন