স্পোর্টস ডেস্ক: তিনটি পেনাল্টি শট ঠেকিয়ে দেয়া চাট্টিখানি কথা নয়। আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ তাই এখন ‘ফেনোমেনন’। অসাধারণ পারফরম্যান্স দিয়ে তিনি তিনি আর্জেন্টিনাকে তুলে দিয়েছেন কোপা আমেরিকার ফাইনালে।
‘ফেনোমেনন’- শব্দটা শুনলেই ব্রাজিলের ৯ নম্বর জার্সি গায়ে প্রতিপক্ষের রক্ষণ তছনছ করে দেওয়া রোনালদোর কথাই সবার আগে চোখে ভাসে। তবে কোপার সেমিফাইনালে কলম্বিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনাও নিজেদের ‘ফেনোমেনন’কে পেয়ে গেল।
তবে রোনালদোর মতো ডিফেন্স ভাঙা নয়, বরং ডিফেন্সকে আরও মজবুত করে তোলাই এই ‘ফেনোমেননে’র কাজ। কলম্বিয়ার বিরুদ্ধে পেনাল্টি শ্যুট আউটে তিনটি শট বাঁচিয়ে এখন আর্জেন্টিনার নয়নের মণি তিনি। তার নামের সঙ্গে এই নতুন আখ্যানটি জুড়ে দিয়েছেন তারই দলের অধিনায়ক লিওনেল মেসি।
ম্যাচের পর দলের গোলরক্ষকের প্রশংসায় পঞ্চমুখ মেসি বলেন, ‘আমাদের দলে এমি রয়েছে, যে একটা ফেনোমেনন। আমরা ওর ওপর আস্থা রেখেছিলাম। ফাইনালে পৌঁছানোর পাশপাশি টুর্নামেন্টের সব ক’টি ম্যাচ খেলার আমাদের লক্ষ্যও পূর্ণ হল।’
এখন খ্যাতির শিরোনামে থাকলেও মাত্র ১৮ মাস আগেই ফুটবলবিশ্বের খুব কম লোকই এমিলিয়ানো মার্টিনেজ নামটির সঙ্গে পরিচিত ছিল। তবে একটি দুর্ভাগ্যজনক চোট ও দুরন্ত মানসিকতাই মোড় ঘুরিয়ে দেয় মার্টিনেজের। প্রায় এক দশকের এবং একাধিক অসফল লোনের পর আর্সেনাল গোলরক্ষক বার্নড লেনোর আঘাতে ভাগ্য খোলে মার্টিনেজের।
এরপর একে একে দুর্দান্ত পারফরম্যান্সে নজর কেড়ে নেন মার্টিনেজ। অনেকের উপদেশ না মেনে গত গ্রীষ্মে আর্সেনাল থেকে অ্যাস্টন ভিলায় যোগ দেন তিনি। এরপরে গত মাসে লা আলবিসেলেস্তেদের জার্সি গায়ে নিজের জাতীয় দলে অভিষেক ঘটনা মার্টিনেজ। মাত্র গুটিকয়েক ম্যাচের পর আজ তিনিই আর্জেন্টিনাকে ফাইনালে পৌঁছে দিতে সবচেয়ে বড় ভূমিকা পালন করলেন।