দৈনিক প্রত্যয় ডেস্কঃ করোনা আক্রান্ত সন্দেহভাজন হাজার হাজার নমুনা সংগ্রহের পর তা পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে ব্রিটেন। বিপুল পরিমাণ পরীক্ষার চাপ সামলানোর সক্ষমতার অভাবে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে অন্তত ৫০ হাজার নমুনা পাঠানো হয় বলে স্বীকার করেছে দেশটির সরকার।
যুক্তরাজ্যের ল্যাবগুলোতে সমস্যা দেখা দেয়ায় গত সপ্তাহে এসব নমুনা যুক্তরাষ্ট্রে পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। ব্রিটেনের স্বাস্থ্যবিভাগ বলছে, ল্যাব সমস্যার কারণে পরিস্থিতি মোকাবিলা করার জন্য ৫০ হাজার নমুনা যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছিল।
ব্রিটিশ দৈনিক সানডে টেলিগ্রাফের তথ্যমতে, স্ট্যান্সটেড এয়ারপোর্ট থেকে একটি চার্টার্ড বিমানে করে করোনার নমুনাগুলো যুক্তরাষ্ট্রে পাঠানো হয়। নমুনা পরীক্ষার ফল যাচাই-বাছাই শেষে যত তাড়াতাড়ি সম্ভব রোগীদের কাছে পাঠানো হবে।
দেশটির কমিউনিটি বিষয়ক মন্ত্রী রবার্ট জেনরিক বলেছেন, নিরাপত্তার বিষয়টি নিয়ে উদ্বেগ দেখা দেয়ায় সরকার হাসপাতালগুলো থেকে জরুরি ভিত্তিতে এক কোটি ৫৮ লাখ গোগলস প্রত্যাহার করে নিয়েছে। ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক প্রত্যেকদিন গড়ে এক লাখ নমুনা পরীক্ষা করা হবে বলে বেশ কয়েকবার ঘোষণা দিলেও দেশটিতে এখনও তা সম্ভব হয়নি। শুক্রবার দেশটিতে ৯৬ হাজার ৮৭৮ জনের নমুনা পরীক্ষা করা হয়; যা আগের দিনের ৯৭ হাজার ২৯ জনের চেয়ে কম।
তবে দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন তার উচ্চাশা প্রকাশ করে বলেছেন, চলতি মাসের শেষের দিকে ব্রিটেনে দিনে ২ লাখ মানুষের করোনা পরীক্ষা করা হবে। এমনকি এই পরীক্ষার সংখ্যা আরও বাড়ানো হবে।
এদিকে, করোনায় মৃত্যুতে ইউরোপের সকল দেশকে ছাড়িয়ে গেছে ব্রিটেন। দেশটিতে এখন পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন ৩১ হাজার ৫৮৭ এবং আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৫ হাজার ২৬০ জন।
উল্লেখ্য, ডিসেম্বরে চীন থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা এরই মধ্যে প্রাণ কেড়েছে ২ লাখ ৮০ হাজার ৯৮৬ জন মানুষের। বিশ্বের দুই শতাধিক দেশে ৪১ লাখ ২৬ হাজার ৮৯০ জনের শরীরে বেঁধেছে বাসা।
ডিপিআর/ জাহিরুল মিলন