যুক্তরাষ্ট্রে করোনায় আরো ৩ বাংলাদেশিসহ একদিনেই ২১৭৪ জন মারা গেছে। আক্রান্ত হয়েছে প্রায় ৩০ হাজার। এ নিয়ে আক্রান্ত ছাড়িয়েছে ৬ লাখ ৭৭ হাজার, মারা গেছে সাড়ে ৩৪ হাজার মানুষ।
এরমধ্যেই, সংক্রমণরোধে জারি করা বিধিনিষেধ পর্যায়ক্রমে শিথিল করতে নতুন দিকর্নিদেশনা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। বৃহস্পতিবার নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, শাটডাউন দীর্ঘ মেয়াদে অব্যাহত থাকলে মার্কিন অর্থনীতিতে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে।
লকাডাউনের পাশাপাশি আর্থিক চাপ জনস্বাস্থ্যের জন্য ক্ষতি ডেকে আনবে জানিয়ে বলেন, এতে ব্যাপক হারে মাদক, অ্যালকোহল গ্রহণ, আত্মহত্যার প্রবণতা এবং হৃদরোগসহ বিভিন্ন অসুস্থতা বাড়তে পারে। ট্রাম্প বলেন, বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে মার্কিনরা প্রস্তুত। এসময় হোয়াইট হাউসের টাস্ক ফোর্সের প্রধান, বিধিনিষেধ মানা না হলে করোনা ভাইরাস, আবারো ফিরে এসে আঘাত হানতে পারে বলে সতর্ক করেন। জবাবে ট্রাম্প বলেন, বিজ্ঞান সম্মত উপায়ে সবকিছু করা হবে