দৈনিক প্রত্যয় ডেস্ক:প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। দেশটিতে গত ২৪ ঘণ্টায় আরও ১৫১৪ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা ২২ হাজার ৭৯ জনে দাঁড়ালো।
তবে গত কয়েক দিনের মৃত্যুর হারের তুলনায় এই সংখ্যা কম। দেশটির নিউইয়র্কে সবচেয়ে করোনার ভয়াবহতা বেশি। শুধু এই শহরটিতেই ৬ হাজার ৮৯৮ জনের মৃত্যু হয়েছে।
ইতিমধ্যে আক্রান্ত ও মৃত্যুতে সবার উপরে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৫ লাখ ৫৭ হাজার ৩০০ জন। প্রতিনিয়ত দেশটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা হু হু করে বাড়ছে।
এদিকে বিশ্বব্যাপী এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৮ লাখ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ১ লাখ ১৪ হাজার ২৪৭ জনের। তবে এতে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ২৩ হাজার ৬২৫ জন।