বিদুষ রায়, গাইবান্ধা থেকেঃ—গাইবান্ধার রংপুর ঢাকা মহাসড়কের সাদুল্লাপুর ধাপের হাট এলাকায় পিকআপ- ট্রাক মুখোমুখি সংঘর্ষ নিহত – ১ গুরুতর আহত -১।
ঘটনাটিঘটেছে মঙ্গলবার সকালে সাদু্ল্লাপুর উপজেলার ধাপেরহাট তেলের পাম্প এলাকায়।
রংপুর থেকে ছেরে আসা একটি কার্গো (ঢাকা মেট্রো -ট,১১৮৫৭৩) উল্লেখিত স্থানে পৌছিলে কার্গোটির চাকা বাষ্ট হয়।এসময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা (ঢাকা মেট্রো-ন ১৯১৩৭৮)একটি মিনি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়।
এসময় পিকআপের চালক ঘটনাস্থলে নিহত হয় ও হেলাপার গুরুতর আহত হয়।
পীরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা মুমুর্ষ অবস্থায় আহত ব্যাক্তিকে উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করে।
ঘটনার পর থেকেই কার্গোচালক
পালাতক রয়েছে।
এরিপোর্ট লেখা পর্যন্ত নিহত কিংবা আহতদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয় নি।