রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটিতে দুই জন ডিলার টিসিবি পন্য বিক্রয় করছে । ৫ জুলাই সোমবার বিকালে বনরুপা ও নিউকোটবিল্ডিংশৈলবিতানের সামনে দুইজন ডিলারে এসব পন্য বিতরণ করছে । এসময় দীর্ঘ লাইন ক্রেতারা স্থাস্থ্য মানছে না ।
শৈলবিতানের টিসিবির ডিলার জানায়,জনপ্রতি দুইকেজি চিনি কেজি মশুর ডাইল কেজি সয়াবিন তেল সরবরাহ করা হচ্ছে । ভ্রাম্যমান আদালতের নির্দেশনা মানছে না । এসময় টিসিবি ডিলারদেও সহায়তা করছে রেডক্রিসেন্ট যুব সদস্যরা ।
টিসিবি ডিলার জিল্লু মজুমদার জানান, টিসিবির এসব পন্য বিক্রয় অব্যাহত থাকবে । আগে আমি একাই বিতরণ করেছি টিসিবি পন্য ,এখন আরো ২/১ ডিলার পন্য বিক্রয় করছে সুতরাং এবার আরো কোন সমস্যা হবে না ।