রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি পৌরসভা ও কাউখালীতে সেনাবাহিনীর খাদ্য সহায়তা করেছে । ৬ জুলাই সকাল ১১টায় রাঙামাটি ষ্টেডিয়ামে সুবিধাবঞ্চিত ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় । রাঙামাটি রিজিয়নের ব্রিগেড কমান্ডার ,জোন কমান্ডার লে.কর্ণেল এস এম আমিনুল ইসলাম পিএসপি ও ষ্টাফ অসিসার মেজর ক ম আরাফাত আমিন পিএসপি।
রাঙামাটি পৌরসভায় ১০২ জন ও কাউখালীতে ৮০ জনকে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে । এসব খাদ্য সহায়তা সেনাবাহিনীর রেশন থেকে সংগ্রহ করে সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে বিতরণ করা হয়। রাঙামাটি রিজিয়নের খাদ্য সহায়তার মধ্যে চাউল কেজি আটা ১ কেজি ডাল আধা কেজি আলু কেজি লবন আধা কেজি পেয়াজ ১ কেজি ও তেল ১ লিটার ।