রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির বরকলে বিদ্যালয়ের টয়লেটের দেওয়াল ধসে দুই স্কুলছাত্র গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭মে) সকালে বরকল উপজেলাধীন হাজাছড়া উচ্চ বিদ্যালয়ে এ দুর্ঘটনাটি ঘটেছে। গুরুতর আহত দুই ছাত্রের নাম লিটন চাকমা (১৬) ও ভাগ্যজ্যোতি চাকমা। তারা দু’জনই ঐ স্কুলে নবম শ্রেণীতে পড়েন। বিষয়টি নিশ্চিত করেছেন ১নং সুবলং ইউপি চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা।
এলাকার স্থানীয় বাসিন্দা রূপময় চাকমা বলেন, ‘সকালে তিনবন্ধু মিলে টয়লেটে যান লিটন,ভাগ্যজ্যোতি ও আরেক বন্ধু। তাদের বন্ধু টয়লেটে ঢুকলে অপেক্ষা করার সময়ে দেওয়ালে ঘেঁষে দাঁড়ালে হঠাৎ দেওয়ালটি ধসে পড়ে। এসময় তারা টয়লেটে দুর্ঘটনার শিকার হন। তাদের অবস্থা খারাপ দেখে স্থানীয়দের সহযোগিতায় রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়’।
স্থানীয়রা জানান, স্কুলের দেওয়াল গুলো নির্মাণ হয়েছে অনেক বছর আগে। দেওয়ালটির গুণাগুণ কমে নরম হয়ে যাওয়ায় দেওয়ালটি সহজেই ধসে পড়েছে। তবে বিদ্যালয়টির নির্মাণ কাজ ২০১১-২০১৩ সালে করেছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ।
১নং সুবলং ইউপি চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা বলেন, ‘ঘটনাটি আজ সকালে ঘটেছিল। দুর্ঘটনাটি হওয়ার সাথে সাথে তাদেরকে জেনারেল হাসপাতালে নিয়ে আসলে উন্নত চিকিৎসা পাওয়ায় দু’জনই বিপদমুক্ত আছেন।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ( আরএমও) ডাঃ শওকত আকবর বলেন, ‘বিষয়টি এখন শুনলাম। বিস্তারিত জেনে জানানো হবে। তবে ঘটনাটি হয়তো ছোটখাতো হবে। সে কারণে আমাকে জানায় নি’।
উল্লেখ্য ,রাঙামাটি জেলার বিভিন্ন উপজেলায় টেন্ডারবাজিতে দলীয় লোক অন্য ঠিকাদার নামে কাজ নিয়ে অত্যান্ত নিম্মমানের বিদ্যালয় তৈয়ারী করার ফলে এসব দুঘটনা অহরহ ঘটছে । মান সম্মত কোন কাজ স্থানীয় ঠিকাদার করে না । অধিকাংশ বড় বড় কাজগুলি উপজাতীয় কয়েকজন ঠিকাদার নামে কৌশলে ভাগিয়ে নিচ্ছে অনেকদিন ধরে ।