আন্তর্জাতিক ডেস্ক: ঘূর্ণিঝড় ইয়াস এবং করোনাভাইরাস পরিস্থিতিতে রাজ্য সরকারকে ফাঁসাতে করোনা ছড়িয়ে দেয়ার পরিকল্পনা করছে বিজেপি। ভাইরাল হওয়া একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের চ্যাট তুলে ধরে এমনই অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। খবর হিন্দুস্তান টাইমসের।
খবরে বলা হয়, বিজেপির পুরুলিয়া জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী লিখেছেন, ‘সবথেকে ভালো হবে, বেশি করে লোক স্কুলে ঢুকিয়ে দাও আর সবাইকে বলে দাও যে সবাই ঘর পাবে। যত বেশি লোক একসঙ্গে থাকবে, (তত) করোনা হবে, আর সরকার ফাঁসবে। প্রতিটি অঞ্চলে খবর দিয়ে দাও।’
তার ওই মেসেজের জবাবে পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো নামে একজন লেখেন, ‘ আপনি বলে দিন। সেন্ট্রালকে বলে আমি মিডিয়াতে দিয়ে দেব। আমাদের কর্মীদেরকে বলতে হবে বেশি করে ফটো ভিডিও করে।
ওই চ্যাটের স্ক্রিনশট ফেসবুকে পোস্ট করে রাজ্য তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য বলেন, ‘এটা বিজেপির পুরুলিয়া জেলার কোর কমিটির হোয়াটসঅ্যাপ গ্রুপ। পুরুলিয়া জেলায় যারা থাকেন, এই গ্রুপে উপস্থিত প্রত্যেকটি মেম্বারকে আশা করি তারা চেনেন। মহামারী ও দুর্যোগের এই কঠিন পরিস্থিতিতে রাজ্য সরকারকে বিপদে ফেলার জন্য ঠিক কী প্রকারের নোংরা চক্রান্ত ও ষড়যন্ত্র রচিত হচ্ছে দেখুন এবং এই রকম একটি ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন স্বয়ং নির্বাচিত একজন সাংসদ!’
তবে ভাইরাল হওয়া চ্যাট ‘ভুয়া’ বলে দাবি করে বিদ্যাসাগর চক্রবর্তী বলেছেন, তৃণমূলই ভুয়া স্ক্রিনশট ছড়িয়েছে এবং এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হবে।
বিষয়টি নিয়ে জ্যোতির্ময় এবং নরহরির সঙ্গে হিন্দুস্তান টাইমসের পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো উত্তর মেলেনি বলে পত্রিকাটির খবরে বলা হয়েছে।
আরও পড়ুন: বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ৩৫ লাখ