স্পোর্টস ডেস্ক: গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই ছিল আর্জেন্টিনা এবং প্যারাগুয়ের মধ্যে। ৩ ম্যাচে ৭ পয়েন্ট ছিল আর্জেন্টিনার। প্যারাগুয়ের ছিল ৬ পয়েন্ট। শেষ ম্যাচে যদি আর্জেন্টিনা হোঁচট খেতো এবং উরুগুয়েকে হারিয়ে দিত প্যারাগুয়ে, তাহলেই সেটা সম্ভব ছিল।
কিন্তু কোপা আমেরিকার গ্রুপ পর্বের শেষ ম্যাচে হলো উল্টোটা। বলিভিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। অন্যদিকে উরুগুয়ের কাছে ১-০ গোলে পরাজয় মানতে বাধ্য হলো প্যারাগুয়ে। যার ফলে গ্রুপ চ্যাম্পিয়ন তো হওয়া দুরে থাক, গ্রুপ রানারআপও হতে পারলো না প্যারাগুইয়ানরা।
গ্রুপের তিন নম্বর দল হিসেবে উঠেছে কোয়ার্টার ফাইনালে। ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উরুগুয়ে, ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে প্যারাগুয়ে এবং ৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে চিলি। বলিভিয়া কোনো ম্যাচই জিততে পারেনি, ড্রও না। যার ফলে তাদের নামের পাশে পয়েন্ট হলো শূন্য।
প্যারাগুয়ের বিপক্ষে উরুগুয়ের জয়ে একমাত্র গোলটি করেন এডিনসন কাভানি। ম্যাচের ২১ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন তিনি।