দৈনিক প্রত্যয় ডেস্কঃ রাশিয়ায় প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রকোপ বেড়েই চলছে। প্রতিদিনই দেশটিতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দীর্ঘতর হচ্ছে। এরইমধ্যে দেশটিতে একদিনে সর্বোচ্চ ৯ হাজার ৬২৩ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।
আক্রান্তদের বেশিরভাগ রাজধানী মস্কোর অধিবাসী। এখন পর্যস্ত শুধু মস্কোতে ৬২ হাজার ৬০ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে; যা দেশটির মোট করোনা আক্রান্ত রোগীর অর্ধেকেরও বেশি।
সরকারি কর্তৃপক্ষ বলছে, শুক্রবারের চেয়ে শনিবার আক্রান্ত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে ২০ শতাংশ। এভাবে চলতে থাকলে হাসপাতালগুলোয় জায়গা সংকুলান করা সম্ভব হবে না বলে আশঙ্কা করা হচ্ছে। এরইমধ্যে রুশ উপপ্রধানমন্ত্রীকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট।
স্থানীয় সংবাদমাধ্যমে বলা হচ্ছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বর্তমানে মস্কোর বাইরের একটি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশ পরিচালনার কাজ করে যাচ্ছেন।
এরইমধ্যে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২২২ জনে। শুক্রবারেই মারা গেছে ৫৭ জন। মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৪ হাজার ৫৪ জন।
ডিপিআর/ জাহিরুল মিলন