আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার এক ধনকুবেরের বিলাশবহুল প্রমোদতরী জব্দ করেছে জার্মানি। ইউক্রেনের ওপর রাশিয়ার আগ্রাসনের মধ্যে রাশিয়ার ধনকুবের আলিশের উসমানোভের প্রমোদতরীটি জব্দ করা হয়।
জার্মান সরকারের জব্দ করা দিলবার নামের প্রমোদতরীটি ২০১৬ সালে তৈরি। এটি ধনকুবের আলিশের উসমানোভ তার মায়ের নামে নামকরণ করেছিলেন। এ তথ্য জানিয়ে ফোর্বস বলছে, প্রমোদতরীটির দৈর্ঘ্য ৫১২ ফুট। ব্লুমবার্গের বিলিয়নিয়ার ইনডেক্স অনুযায়ী এর দাম ৫৯৪ মিলিয়ন মার্কিন ডলার (১ ডলার সমান ৮৫ টাকা ৯৫ পয়সা)।
ইউরোপিয়ান ইউনিয়ন সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাশিয়ার ছয় ধনকুবেরের ওপর নিষেধাজ্ঞা জারি করে। তাদের মধ্যে একজন আলিশের উসমানোভ। তিনি নিষেধাজ্ঞাকে অযৌক্তিক ও মানহানিকর হিসেবে আখ্যায়িত করেছেন।
নিষেধাজ্ঞা পাওয়া অপর পাঁচ ধনকুবের হলেন— মিখাইল ফ্রিডম্যান, পিটর অ্যাভেন, অ্যালেক্সি মোর্দাশভ, গেন্নাদি টিমচেনকো ও আলেক্সান্দার পনোমারেনকো।
সূত্র: স্ট্রেইটস টাইমস