রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: কাঞ্চন পৌরসভার নোয়াগাঁও দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী মাদ্রাসার খেলার মাঠে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ রফিকুল ইসলাম রফিক মেয়র, কাঞ্চন পৌরসভা।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মাজহারুল ইসলাম মোল্লা, সত্ত্বাধীকারি নুরুল ইসলাম মোল্লা শপিং কমপ্লেক্স বান্টি বাজার, বিশেষ অতিথি হিসেবে ছিলেন আইয়ুবুর রহমান খোকা সভাপতি, কাঞ্চন পৌর ছাত্রলীগ ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন মিনারা বাবুল সংরক্ষিত মহিলা কাউন্সিলর ৭,৮,৯, নং ওয়ার্ড কাঞ্চন পৌরসভা , উপস্থিত ছিলেন আরো মোঃ সাদেক মিয়া, ইমরান হাসান হালিম ,শাকিল আহমেদ টিপু , ফরিদুল মাস্টার মিঠু, মোঃ সুজন মিয়া, আব্দুর রহমান ভূঁইয়া, মতিন খসরু, যুবলীগ কাঞ্চন পৌরসভা, ও হাবিবুল্লাহ, সিফাত মাহমুদ কাঞ্চন পৌর ছাত্রলীগ প্রমুখ ।
অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা আয়োজনে এ সময় মাদ্রাসা শিক্ষার্থীরা উপস্থিত বক্তৃতা, দৌড় প্রতিযোগিতা, দীর্ঘ লম্ফ, বিস্কুট দৌড়, দড়ি লাফ, পাতিল ভাঙ্গা, বর্ষা-চাকতি-গোলক নিক্ষেপ, আবৃত্তি, নৃত্য ও চমকপ্রদ ইভেন্ট যেমন খুশি তেমন সাজসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে কাঞ্চন পৌর মেয়র রফিকুল ইসলাম রফিক পুরস্কার বিতরণ করে অনুষ্ঠানটি শেষ করে ।