আল আমিন, লালমনিরহাট প্রতিনিধি: প্রথম আলোর জেষ্ঠ্য প্রতিবেদক রোজিনা ইসলামকে নির্যাতনের প্রতিবাদে ও তার মুক্তির দাবীতে লালমনিরহাটের হাতীবান্ধায় মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে প্রেসক্লাব।
আজ বুধবার ১৯ মে বেলা ১২.৩০টার দিকে হাতীবান্ধা উপজেলা পরিষদ গেটে হাতীবান্ধা প্রেসক্লাবের ব্যানারে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে রোজিনা ইসলামের নি:শর্ত মুক্তির দাবীসহ নির্যাতনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহবান জানানো হয়। নয়তো কঠোর আন্দোলন কর্মসূচি গ্রহন করা হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, হাতীবান্ধা প্রেসক্লাবের সভাপতি ও বাংলা টিভির লালমনিরহাট প্রতিনিধি ইলিয়াস বসুনিয়া পবন। সাধারণ সম্পাদক ও ভোরের পাতার হাতীবান্ধা প্রতিনিধি নূরল হক। দৈনিক যুগান্তরের লালমনিরহাট প্রতিনিধি মিজানুর রহমান দুলাল মানবকন্ঠের লালমনিরহাট প্রতিনিধি আসাদুজ্জামান সাজু প্রমুখ-
এসময় জেলা, উপজেলার সকল সাংবাদিক উপস্থিত ছিলেন।