আন্তর্জাতিক ডেস্কঃ করোনায় সারা বিশ্ব স্থবির।সারবিশ্বের মতো করোনার কারণে লকডাউনে রয়েছে ভারতও। তবে লকডাউনের কারণে সব থেকে বিপদে আছে দেশটির বিভিন্ন রাজ্যের শ্রমিকরা। ভারতে অন্তত চার কোটি শ্রমিকের জীবনযাপন সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে বলে এক রিপোর্টে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব ব্যাংক। এছাড়া এই পরিস্থিতি স্থবির করতে আরও অনেক সময় চলে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
লকডাউনের ঘোষণা করায় মাত্র কয়েক দিনের মধ্যে ৫০ থেকে ৬০ হাজার শ্রমিক শহরাঞ্চল থেকে তাদের গ্রামের বাড়িতে ফিরে গেছেন। এর ফলে গ্রামীণ অর্থনীতিও প্রভাবিত হবে বলে মনে করা হচ্ছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে অর্থনীতিতে এই প্রভাব প্রকট হয়ে উঠবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। বিভিন্ন দেশে কাজ করা যত মানুষ এই সময় ভারতে ফিরেছেন, তার তুলনায় দেশের মধ্যে গ্রামে ফেরা মানুষের সংখ্যা প্রায় আড়াই গুণ বেশি বলে জানিয়েছে বিশ্বব্যাংক।
লকডাউন, কাজ হারানো এবং সামাজিক দূরত্ব শ্রমিকদের জীবনে ভয়াবহ সঙ্কট ডেকে এনেছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। ভারত ছাড়াও দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশেও শ্রমিকদের সমস্যা প্রকট হয়ে উঠেছে। এই শ্রমিকদের স্বাস্থ্য ও খাদ্যের যোগানের দিকে প্রশাসনের নজর দেওয়া জরুরি বলে সতর্ক করা হয়েছে।
দৈনিক প্রত্যয়/জেডএম