আল-আমিন, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট জেলার হাতীবান্ধায় সরকার ঘোষিত কঠোর লকডাউনের প্রথম পাঁচদিনে কঠোর ভাবে পালিত হয়েছে। মঙ্গলবার ৬ জুলাই ৬ষ্ঠ দিনে ঢিলে ঢালা ভাবে লকডাউন পালিত হচ্ছে বলে জনান স্থানীয়রা’’।
ওই উপজেলার বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখা যায়, দোকানের একটি শাটার খুলে বেচাকেনা করেন অনেক দোকানদার। তবে পুলিশ আসার সঙ্গে সঙ্গে তা বন্ধ করে দেন। যারা অকারণে ঘোরাঘুরি করেন তারাও উধাও হন। এভাবেই সারাদিন চলছে চোর- পুলিশ খেলা।
হাতীবান্ধা উপজেলাধীন দইখাওয়া বাজার চিরার মেইল এলাকার মোবাইল সার্ভিসিং এর দোকান দার আঃ রহিম দয়াল বলেন, আজ মঙ্গলবার দইখাওয়া’র হাট তাই দোকান খুলেছি। গত কয়েক দিন থেকে কঠোর লকডাউনে বন্ধ থাকার কারনে হাতে টাকা-পয়সা নেই। তাই হাটের দিন দোকান খুলতে হল।
ওই বাজারের কয়েক জন মুদি দোকানদার জানান, গত পাঁচ দিন দোকান বন্ধ রেখেছেন। আজ হাটের দিনে দোকানের একটি শাটার খুলে রেখেছেন। এভাবে ঠিকমতো বিক্রি হয় না বলে জানিয়েছেন তারা।
তারা আরও বলেন, অসচেতন কিছু মানুষ অযথা ঘোরাঘুরি করছেন। তারা পুলিশের সঙ্গে লুকোচুরি খেলছেন। কঠোর লকডাউন বাস্তবায়ন পুলিশ ও প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়। মানুষকেও সচেতন ও সহোযোগিতা করতে হবে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল আলম বলেন, আমরা ইউএনও স্যারের সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে যাচ্ছি। অকারণে যাতে কেউ ঘোরাঘুরি করতে না পারে সেবিষয়ে পুলিশ কাজ করে যাচ্ছে বলে তিনি জানান।
উল্লেখ্য- করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত প্রথম ধাপে (০১ জুলাই থেকে) সারাদেশে সাতদিনের কঠোর লকডাউন বাস্তবায়ন মাঠে নামে হাতীবান্ধা উপজেলা প্রশাসন ও পুলিশ। সাধারণ মানুষের মাঝে জনসচেতনতার পাশাপাশি যারা বিধিনিষেধ মানছে না তাদের জরিমানা করতে দেখা গেছে।