দৈনিক প্রত্যয় ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে একাধিক ভবনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। শনিবার (১৬ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় আগুন লাগার ঘটনা ঘটেছে।
বার্তা সংস্থা সিএনএন জানিয়েছে, আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ১০ কর্মী আহত হয়েছেন।
অগ্নিকাণ্ডের মধ্যে সেখানে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই বিস্ফোরণের পর আগুন বেশ কয়েকটি ভবনে ছড়িয়ে পড়ে।
খবরে বলা হয়েছে, আগুন নেভাতে কাজ করছেন ফায়ার সার্ভিসের ২০০ কর্মী। ওই এলাকার বেশ কয়েকটি রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে লস অ্যাঞ্জেলসের আকাশে উড়ছে।
ডিপিআর/ জাহিরুল মিলন