মোঃ হাসান, লামা উপজেলা প্রতিনিধি: লামা উপজেলায় বালু ভর্তি ট্রাক চাপায় এক পরিবারের দুই নারীসহ ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন শিশুসহ ৪জন। রবিবার দুপুরে লামা-চকরিয়া সড়কের লাইনঝিরিস্থ উপরের মোড়ে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের সিরাজ কারবারী পাড়ার বাসিন্দা শুভ দাশের স্ত্রী রুপসী দাশ (২০) ও গোবিন্দ দাশের স্ত্রী চিনু দাশ (৩০)। মুক্তার আহমদ(৪৫)চট্রগ্রামের লোহাগড়া মুসাদিয়া গ্রামের জিয়াবুলের ছেলে।
গুরুতর আহতরা হলো-নিহত রুপসী মায়া দাশের মেয়ে অংকিতা দাশ (৩) ও তার ননদ রিতা দাশ (২৭), কুমিল্লা জেলা সদরের ১নং ওয়ার্ডের ফিরোজ মিয়ার ছেলে ট্রাক চালক মো. জাহাঙ্গীর (৫০) এবং কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার বাসিন্দা শহিদুল্লার ছেলে মাহিন্দ্রা চালক মো. সাগর (২৫)।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের রুপসী মায়া দাশসহ এক পরিবারের ৫ জন একটি মাহিন্দ্র গাড়ি যোগে চকরিয়া উপজেলায় নিকটস্থ আতœীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। এ সময় মাহিন্দ্রা গাড়িটি সড়কের লাইনঝিরি উপরেরর মোড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি বালু ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে চাপা দিয়ে উল্টে যায়। এতে মাহিন্দ্র গাড়িতে থাকা দুই নারী ও এক পথচারিসহ তিন জন মারা যান। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে আহতদের মধ্যে জাহাঙ্গীর, সাগর ও অংকিতা দাশের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দায়িত্বরত চিকিৎক উন্নত চিকিৎসার জন্য তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
দূর্ঘটনায় আহত রিখা দাশ বলেন, চকরিয়া উপজেলায় রোগি দেখতে যাওয়ার সময় ট্রাফিক পুলিশ আমাদেরকে গাড়ি থেকে নামিয়ে জিঙ্গাসাবাদ করার সময় এ দূর্ঘটনা ঘটে। এদিকে প্রত্যক্ষদর্শী জাহেদ নামের এক যুবক জানায়, চকরিয়াগামী মাহিন্দ্র গাড়িটিকে ট্রাফিক পুলিশ আরজু বিপদজনক পাহাড়ি ঢালুতে গতিরোধ করে যাত্রীদের নামিয়ে জিঙ্গাসাবাদ করছিল। এ সময় সড়কে মাহিন্দ্র গাড়ি, ট্রাফিক পুলিশের মোটর সাইকেল ও যাত্রীদের নিয়ে জটলা সৃষ্টি হয়। এতে বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই ট্রাকটি পাহাড়ি ঢালু পথে নিয়ন্ত্রণ হারালে এ দূর্ঘটনা ঘটে। এ বিষয়ে লাইনঝিরিতে ট্রাফিক পুলিশে দায়িত্বরত কর্মকর্তা (এ.টি.এস.আই) আরজু’র বক্তব্য নেওয়ার জন্য মুঠোফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় জানার পর মোবাইল ফোন কেটে বন্ধ করে দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ট্রাক চাপার ঘটনায় তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন।
আহতদেরকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি আরো বলেন, ট্রাফিক পুলিশের কারনে দূর্ঘটনা ঘটে থাকলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।