মোঃ আল-আমিন, লালমনিরহাট: লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার ধবলগুড়ী ও গুরুপাড়া সীমান্তে গরুর বাজার দর এখন সেন্ডিকেট এর হাতে।
জানা যায়, এ হাটে আগের চেয়ে গরুর দাম একটু বেড়ে গেছে। ওই সীমান্ত এলাকা গুলোতে কথিত হাটের টোল বাড়ার কারণে। দুই দিনে আগে ৫০ লক্ষ টাকায় ওই হাটের ইজারা নিয়েছেন পাটগ্রামের আলোচিত কয়েকজন লাইন ম্যান। যার মুল নায়ক হলেন আওলিয়ারহাটের আলোচিত লাইন ম্যান। চোরাই পথে আসা এসব ভারতীয় গরুর বৈধতা পেতে, গরু জোর প্রতি ২ হাজার ৫ শত ও ৪ হাজার ৪ শত টাকা দুই দফায় কথিত টোল দিতে হচ্ছে গরু মহাজনদের। যে কারণে গরুর দামও বেড়ে দিয়েছেন গরু ব্যবসায়ীগন। অবশ্য এ কথিত টোলের আদায় করা টাকা অংশ ভিক্তিক প্রশাসনের কতিপয় কর্মকর্তা, দুনীর্তিবাজ কিছু জনপ্রতিনিধি ও রাজনীতিজীবি, নিজে নিজে সাংবাদিক দাবী করা কিছু ব্যক্তিসহ, অনেকেই নিয়মিত পেয়ে থাকেন বলে কোনো হৈ চৈ নেই।
এ ভাবে চলছে পাটগ্রাম উপজেলায় বৈধ গরুর অবৈধ ব্যবসা।