নিজস্ব প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৭ তম জন্মদিন উপলক্ষে রবিবার বাদ আছর বগুড়া জেলা যুবলীগের উদ্যোগে বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
কর্মসূচীতে দলীয় নেতাকর্মীদের উপস্থিত হওয়ার জন্য আহবান জানানো যাচ্ছে। একই সাথে সকল উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে অনুরূপ কর্মসূচী পালনের আহবান জানিয়েছেন বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু।
এদিকে বাদ যোহর শহরের চারমাথা কেন্দ্রিয় বাস টার্মিনাল জামে মসজিদে ১৫ নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।