স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শাজাহানপুর উপজেলার চোপীনগর ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন গতকাল শুক্রবার বিকেলে বিহিগ্রাম এডিইউ ফাযিল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে আলহাজ্ব আব্দুল্লাহ্ আজাদকে সভাপতি এবং কোরবান আলীকে সাধারণ সম্পাদক করে চোপীনগর ইউনিয়ন কৃষকলীগের কমিটি গঠন করা হয়।
সম্মেলনের উদ্বোধন করেন শাজাহানপুর উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ ঠান্ডা। চোপীনগর ইউনিয়ন কৃষকলীগ সভাপতি আফজাল হোসেন ফকিরের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক বাচ্চু মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষকলীগ সভাপতি আলমগীর বাদশা। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মুঞ্জুরুল হক মুঞ্জু, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল বারী পলাশ, উপজেলা আওয়ামীলীগ নেতা মাহফুজার রহমান বাবলু, জেলা কৃষকলীগ সদস্য বজলুর রহমান বকুল।
প্রধান বক্তা ছিলেন শাজাহানপুর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষকলীগ নেতা আলাল উদ্দিন, আমিনুল ইসলাম, আব্দুল খালেক, মিশরাত বাবু প্রমুখ।
এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..