আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি রাশিয়া সফর করেছেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চোয়ে সন হুই। সেখানে তিনি রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন। এ সময় পুতিন শিগগির পিইয়ংইয়ং সফরের ইচ্ছা প্রকাশ করেছেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
তাছাড়া সফরের আমন্ত্রণের জন্য উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে ধন্যবাদ জানান।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, পুতিন যদি শিগগির উত্তর কোরিয়া সফর করেন সেটা হবে গত দুই দশকের মধ্যে প্রথম। তবে কখন এই সফর হবে তা এখনো নির্ধারণ হয়নি।
এদিকে পূর্ব ইউক্রেনের রুশ-নিয়ন্ত্রিত শহর দোনেৎস্কে ইউক্রেনের হামলায় কমপক্ষে ২৫ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। রোববার (২১ জানুয়ারি) দোনেৎস্কের একটি বাজারে এই হামলা চালানো হয়। রাশিয়ার নিযুক্ত আঞ্চলিক প্রধান ডেনিস পুশিলিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
রুশ আঞ্চলিক প্রধান পুশিলিন জানিয়েছেন, সাম্প্রতিক মাসগুলোতে দোনেৎস্কে যেসব হামলা হয়েছে হতাহতের সংখ্যার দিক দিয়ে এই হামলাটি সবচেয়ে বড়গুলোর মধ্যে একটি। রোববার সবচেয়ে ব্যস্ত সময়ে বাজারটিতে হামলা চালানো হয়। হতাহতদের বিষয়ে এখনো তথ্য খোঁজা হচ্ছে।