মিজানুর রহমান, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২০ অনুষ্ঠিত হয়। আজ ৫ নভেম্বর বিকালে কিচক আইডিয়াল স্কুলের হল রুমে উপজেলা কৃষকলীগের সভাপতি লুৎফর রহমান সম্মেলনের উদ্বোধন করেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন কৃষকলীগের সভাপতি শফিকুল ইসলাম আলম। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকলীগের কৃষি ও পূণর্বাসন বিষয়ক সম্পাদক আজমল হোসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বগুড়া জেলা কৃষকলীগের সভাপতি আলমগীর বাদশা, সাধারণ সম্পাদক মুঞ্জুরুল হক মুঞ্জু। এ সময় উপস্থিত ছিলেন কৃষি ও ঋণ পূনর্বাসন সম্পাদক এবং শিবগঞ্জ উপজেলা দায়ীত্বপ্রাপ্ত নেতা বকুল আহম্মেদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবু বক্কার সিদ্দিক বিপুল, কিচক ইউপি চেয়ারম্যান এবিএম নাজমুল কাদির শাহজাহান চৌধুরী, ইউনিয়ন
আওয়ামীলীগের সভাপতি মোশারফ হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মকবুল হোসেন, শাহিনুর, শ্রী রামপ্রশাদ গুপ্ত, ওবায়দুর রহমান, শ্রী দুলাল চন্দ্র প্রমূখ। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি পূর্বের ইউনিয়ন কমিটি বিলুপ্তি ঘোষণা করে শফিকুল ইসলাম আলকে সভাপতি, এবং আবু বক্কর ছিদ্দিক সিজুকে সাধারন সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট কিচক ইউনিয়ন কৃষকলীগের কমিটি ঘোষণা করেন।