মিজানুর রহমান, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়ালেন শিবগঞ্জ সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও শিবগঞ্জ সদর ইউনিয়নের নৌকা মার্কার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাফিউল সরকার সাফি।
জানা যায়, শিবগঞ্জের উত্তর শ্যামপুর গ্রামের মৃত: আব্দুল জলিল এর ছেলে সেকেন্দার আলী ও গাজীরুল ইসলাম এর বাড়িতে গত ২৮ নভেম্বর বৈদ্যুতিক শর্ট সার্কেট থেকে অগ্নি সংযোগে বাড়ি-ঘর সহ ঘরের আসাবপত্র আগুনে পুড়ে ভস্মীভূত হয়। এমন সংবাদ পেয়ে গত মঙ্গলবার দুপুরে ওই দুই ক্ষতিগ্রস্ত কৃষকের পরিবারের মধ্যে ৪ বান্ডিল ঢেউটিন প্রদান করেন তিনি।
ক্ষতিগ্রস্থ পরিবার সহযোগিতা পেয়ে এই তরুন নেতার জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, আল্লাহ যেন আপনাকে সম্মান দান করেন এবং এই ব্যক্তি যেন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ দেন। চেয়ারম্যান পদপ্রার্থী সাফি বলেন, অগ্নিকান্ডের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিবারের লোকজনের দুঃখ দুর্দশা দেখে আমি তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়েছি। আমি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র সকল উন্নয়ন মূলক কর্মকান্ডে অংশ গ্রহণের জন্য আমি আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চাই।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সদস্য আবু জাফর মন্ডল, ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোকলেছার রহমান মুন্নু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মকবুল হোসেন, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম মিষ্টার, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ মকবুল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল বাছেদ, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মকবুল হোসেন, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নবরঞ্জন সরকার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শ্রী তন্ময় কুমার, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুস ছাত্তার, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বকুল মিয়া, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সমাজ সেবক আহম্মাদ আলী, যুবলীগনেতা ছামছউদ্দিন টিপু, মুক্তার হোসেন, জাহিদুল ইসলাম, আপেল প্রমুখ।